নিজস্ব প্রতিবেদক
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি লুৎফুজ্জামান বাবর–এর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাঁকে চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলতে শোনা যায়, “আগে যেমন জোর করে, ধাক্কাইয়া করতে পারছি, এখন পারবো না। এখন মিডিয়া অনেক স্ট্রং। নিজের যোগ্যতায় রিটেন পাস ও শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে। তারপর ভাইভাতে আমি ইনশাআল্লাহ সাহায্য করবো। আপনাদের সেই জায়গাটায় তো আগে যেতে হবে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বাবরের বক্তব্যকে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, তিনি কেবল তরুণদের যোগ্যতার মাধ্যমে সাফল্য অর্জনের পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে বাবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “আমাদের নেতাকর্মীদের নিয়ে একটি ঘরোয়া মিটিংয়ে বাবর ভাই শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেছেন, যাতে তারা ভালোভাবে প্রস্তুতি নেয়। আগের মতো চাকরি এখন সহজ নয়। এতে দোষের কিছু বলেননি তিনি। কেউ হয়তো বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি কয়েক মাস আগের সম্ভবত গত জুলাই বা আগস্টে নেত্রকোনার মোহনগঞ্জের একটি মাদরাসায় অনুষ্ঠিত ঘরোয়া বৈঠকে এই বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। ওই সভায় উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি। বর্তমানে তিনি ওই মামলাগুলোর রায় অনুযায়ী কারাবন্দি অবস্থায় রয়েছেন।